হিজবুল্লাহর আল-মানার টিভি জানিয়েছে, হামলার সময় সেখানে সবজি বহনকারী একটি গাড়ি চলাচল করছিল। বিমান হামলায় গাড়িটিতে সরাসরি আঘাত লাগলে এক ব্যক্তি নিহত হন এবং একজন আহত হন।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি সিরিয়ান নাগরিক। আহতদের মধ্যে ছয়জন লেবানিজ ও একজন সিরিয়ান রয়েছেন, যাদের মধ্যে দুজন নারী। প্রয়োজনে এটি সংক্ষিপ্ত বা হেডলাইনসহ সংস্করণে তৈরি করেইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে ‘জঙ্গি’ হিজবুল্লাহ সংগঠনের অবকাঠামো পুনর্গঠনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি সংরক্ষিত ছিল। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শনিবার ইসরায়েলের এ হামলার নিন্দা জানিয়েছেন।তিনি জানান, আবারও দক্ষিণ লেবাননের বেসামরিক স্থাপনাগুলো ইসরায়েলের নির্মম আগ্রাসনের শিকার হলো। যার কোনো যুক্তি বা কারণ নেই।গাজায় যুদ্ধবিরতির পর এমন হামলা অত্যন্ত গুরুতর ও নিন্দনীয়। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে...