ঢাকা: আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শরৎ উৎসব ১৪৩২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় এই আয়োজন করছে চারুকলা অনুষদ। শনিবার (১১ অক্টোবর) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারুকলা অনুষদ প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে আসছে এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানকে নতুন প্রজন্মের কাছে দেশীয় শিল্প, সাহিত্য ও ঐতিহ্য তুলে ধরতে উৎসাহ দিয়ে আসছে। এর অংশ হিসেবেই অনুষদের প্রাঙ্গণ বকুলতলা বিভিন্ন উৎসব আয়োজনের জন্য বরাদ্দ দেওয়া হয়।এই ধারাবাহিকতায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব পালনের জন্য বকুলতলা ব্যবহারের অনুমতি চায় এবং তা অনুমোদন দেওয়া হয়। তবে এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি...