ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের খতিব ও জেরুজালেমের সর্বোচ্চ ইসলামিক কাউন্সিলের চেয়ারম্যান শায়খ ইকরিমা সাবরিকে ছয় মাসের জন্য আল-আকসা মসজিদে প্রবেশ ও নামাজ আদায় থেকে নিষিদ্ধ করেছে। পর্যবেক্ষকরা বলছেন, এটি তার বিরুদ্ধে চলমান নিপীড়নের ধারাবাহিক অংশ। জেরুজালেমের সর্বোচ্চ ইসলামিক কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি দখলদার প্রশাসন শায়খ ইকরিমা সাবরির ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে তিনি আল-আকসা মসজিদে প্রবেশ করতে বা সেখানে নামাজ আদায় করতে না পারেন। এটি তার বিরুদ্ধে চলমান নিপীড়ন ও অবৈধ পদক্ষেপগুলোরই সম্প্রসারণ। কাউন্সিল আরও বলেছে, আল-আকসার খুতবা ও ধর্মীয় কার্যক্রমে হস্তক্ষেপ গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন, যা ধর্মীয় স্বাধীনতার প্রতি সরাসরি আঘাত। তারা এই অন্যায্য সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, শায়খ ইকরিমা সাবরি ফিলিস্তিনে ইসলামী রেফারেন্সের প্রতীক, আর তার বিরুদ্ধে এমন পদক্ষেপ ধর্মীয় ও রাজনৈতিকভাবে অত্যন্ত বিপজ্জনক।...