গত মাসের শেষের দিকে পর্দা নেমছে ২০২৫ এশিয়া কাপের। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও থেমে নেই বিতর্ক। পুরো টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হয়েছিল বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। যার শেষটা হয়েছিল ট্রাফি কান্ড দিয়ে। এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। তবে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে পায়নি টিম ইন্ডিয়া। ট্রফি ছাড়াই উদযাপন করেছিল তারা। এখনো পর্যন্ত ভারতকে ট্রফি দেয়নি এসিসি। মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেওয়ার কথা ছিল ভারতীয় দলের। তবে তোমার নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় টিম ইন্ডিয়া। এজন্য নাকভিও ভারতকে শিরোপা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতকে তার হাত থেকেই শিরোপা নিতে হবে। নাকভির এমন কাণ্ডে ফুসে...