দলীয় সূত্রে জানা গেছে, ৯ বছর পর গত ২০২৪ সালের ২৩ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক মোস্তাফিজ আর রহমান, ১নং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, ২নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ ও সদস্য তাসভীর উল ইসলামকে সদস্য করা হয়। গত ৩০ জানুয়ারি ২০২৫ ইং তারিখে কমিটির কলেবর বৃদ্ধি করে কেন্দ্রীয় বিএনপি কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি ৫১সদস্যে উন্নীত করেন। বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র নির্দেশনা ছিল উপজেলা কমিটি গঠনে ৫১ সদস্য মতামতের ভিত্তিতে অথবা সবার সম্মতিক্রমে রেজুলেশন করে ৫সদস্যের কমিটি গঠন করে কমিটি গঠন করতে হবে। কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গত ২৯ জানুয়ারি...