অনেকেই চোখের পাতার কাঁপাকে (চোখ লাফানো বা চোখ নাচা) ভাগ্য-দুর্ভাগ্যের সঙ্গে যুক্ত করেন। বিশেষ করে বাঁ চোখ নাচলে মহিলাদের মধ্যে এটি শুভ, আর ডান চোখ নাচলে ছেলেদের ক্ষেত্রে ইচ্ছাপূরণ বলে ধারণা করা হয়। কিন্তু চিকিৎসকরা বলছেন, চোখের পাতা কাঁপার সঙ্গে ভাগ্য বা দুর্ভাগ্যের কোনো সম্পর্ক নেই। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় চোখের পাতা কাঁপাকে বলা হয় ‘মায়োকেমিয়া’। ভারতীয় চিকিৎসক ডাঃ আলাহিম শেখ জানাচ্ছেন, এটি মূলত শারীরিক ও মানসিক চাপের প্রতিফলন। দৈনন্দিন জীবনের অভ্যাস—যেমন কম ঘুম, রাত জেগে কাজ, দীর্ঘ সময় টিভি, ল্যাপটপ বা মোবাইল ব্যবহার—চোখের পাতার কাঁপার কারণ হতে পারে। ডাঃ শেখ আরও জানিয়েছেন, সকালে চোখ ভারী লাগা, মাঝে মাঝে চোখ কাঁপা, চোখে চুলকানি বা জল পড়ার সমস্যা থাকলে এটি অ্যালার্জি বা অন্যান্য শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে। শীত, বিশেষ খাবার বা পরিবেশগত...