শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার অ্যাপলের বিরুদ্ধে আদালতে প্রস্তাবিত এই ক্লাস অ্যাকশন মামলাটি দায়ের করেছেন নিউইয়র্কের সানি ডাউনস্টেট হেলথ্ সায়েন্স ইউনিভার্সিটি’র অধ্যাপক সুসানা মার্টিনেজ-কন্ডে এবং স্টিফেন ম্যাকনিক। মামলার আর্জিতে বলা হয়েছে, অ্যাপল তাঁদের অ্যাপল ইনটেলিজেন্সকে প্রশিক্ষণ দিতে চুরি করা (পাইরেটেড) বইয়ের অবৈধ ‘শ্যাডো লাইব্রেরি’ ব্যবহার করেছে। উল্লেখ্য, গত মাসেও একদল লেখক এআই মডেলের প্রশিক্ষণে কনটেন্ট অপব্যবহারের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছিল। উল্লেখ্য, এআই মডেলের প্রশিক্ষণে প্রয়োজন হয় বিশাল পরিমাণ কনটেন্ট বা ডেটাসেটের। আর সে কারণেই এআই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন উৎস থেকে ডেটা সংগ্রহ করে, এবং প্রায়শই লেখক, সংবাদ সংস্থা এবং মিউজিক প্রতিষ্ঠানগুলোর করা মামলার সম্মুখীন হয়। ইতোমধ্যেই এ ধরণের মামালার সম্মুখীন হয়েছে চ্যাটজিপিটি-নির্মাতা ওপেনএআই, মাইক্রোসফট, মেটা প্ল্যাটফর্মসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকটি প্রযুক্তি...