ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরাইল গাজা উপত্যকায় অন্তত ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি বাহিনী বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এতে নতুন করে ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া এদিন গাজার ধ্বংসস্তূপ থেকে ইসরাইলি হামলায় নিহত ১৫৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো গাজার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। একই সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার একটি আবাসিক এলাকায় ঘাব্বুন পরিবারের বাড়িতে বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনুসের কাছে এক বিমান হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। পূর্ববর্তী...