বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে জিতলেও দুঃসংবাদ শুনেছে ফ্রান্স। ডান গোঁড়ালির চোটে আইসল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। শনিবার এক বিবৃতিতে ফ্রান্স ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, দলের অধিনায়ক সোমবারের ম্যাচ থেকে ছিটকে গেছেন। রিয়াল মাদ্রিদ তারকা শুক্রবার আজারবাইজানের বিপক্ষে ৩-০ গোলের জয়ে গোল করলেও ৮৩তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। আন্তর্জাতিক বিরতির আগেই ভিয়ারিয়ালের বিপক্ষে ক্লাব ম্যাচে একই গোঁড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। ফ্রান্স জানিয়েছে, এমবাপ্পে দলের সঙ্গে যাচ্ছেন না। তিনি মাদ্রিদে...