আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। আজকের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলের ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। দল থেকে বাদ পড়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তবে ব্যাটিং বিভাগে কোনো পরিবর্তন আনা হয়নি। অন্যদিকে, আফগানিস্তানের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম ম্যাচ জিতে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে হাশমতউল্লাহ শহীদির দল। বাংলাদেশ একাদশ :তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব। আফগানিস্তান একাদশ :রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতল, রহমত শাহ,...