আজারবাইজানের বিপক্ষে খেলতে নেমে পায়ের গোড়ালির চোটের কারণে মাঠ ছাড়তে হয় কিলিয়ান এমবাপ্পেকে। ম্যাচের ৮২ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা। খেলতে পারবেন না জাতীয় দলের পরবর্তী ম্যাচ আইসল্যান্ডের বিপক্ষে। তবে তাকে নিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমে পায়ের গোড়ালিতে চোট পান এমবাপ্পে। গোড়ালির চোটকে উপেক্ষা করে তিনি আজারবাইজানের বিপক্ষে খেলার অনুরোধ করেন। চোটাক্রান্ত হয়েও মাঠে নেমে করেন একটি গোলসহ একটি অ্যাসিস্ট। ম্যাচে রাখেন গুরুত্বপূর্ণ প্রভাব। তিনি প্রমাণ করেছেন ফুটবল বিশ্বে সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের মধ্যে তিনি অন্যতম। ম্যাচের আগে এমবাপ্পে বলেছিলেন, আমি খেলতে চাই, জাতীয় দলই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যথা নিয়ে খেলেছেন ম্যাচের ৮০ মিনিট। এরপর ব্যথা বাড়তে থাকলে সতর্ক সংকেত বাজে, আর ঝুঁকি নিতে চাননি কোচিং ও...