১১ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ৩টার পর এ ঘটনায় লাঠিপেটার পাশাপাশি কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, “তারা পুরো সড়ক বন্ধ করে সমাবেশ করছিল। প্রথমে তাদের সড়ক ছেড়ে একপাশে সমাবেশ করতে বলা হয়েছিল, কিন্তু তারা না শুনে সমাবেশ চালিয়ে যেতে থাকে।” বিকাল সোয়া ৪টার দিকে তিনি বলেন, “আনুমানিক আধা ঘণ্টা আগে তারা চলে গেছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, “হামলা হয়েছে সেটা তো দেখেছেন, এখন কথা বলার মতো পরিস্থিতি নেই, একটু...