ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সহযোগী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে ২১৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। তবে বিএনপি এবার কৌশলগতভাবে সর্বোচ্চ ৪০টি আসন মিত্রদের ছেড়ে দিতে পারে বলে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। বিএনপি সূত্রে জানা গেছে, গণতন্ত্র মঞ্চ ১৩৮টি, ১২ দলীয় জোট ২১টি, জাতীয়তাবাদী সমমনা জোট ৯টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১৩টি, জাতীয় পার্টি (বিজেপি) ৫টি, গণফোরাম ১৫টি, বাংলাদেশ লেবার পার্টি ৬টি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ১০টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা জমা দিয়েছে বিএনপির কাছে। এর মধ্যে বেশ কয়েকটি দল সরাসরি লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রার্থীদের নাম হস্তান্তর করেছে। দলীয় সূত্র বলছে, মিত্রদের আসন ছাড়...