ঢাকা: আমাদের পানির নিচের জগৎ অনেক অদ্ভত ও সুন্দর উদ্ভিদের আবাসস্থল। কিন্তু এই বৈচিত্র্যময় পরিবেশে জীবন কখনো কখনো সহজ হয় না-কখনো কখনো অস্থির লাগে।তবুও আমাদের সেইসব পরিবেশে দিনের পর দিন থাকতে হয়। পৃথিবীর মহাসাগর, সমুদ্র, হ্রদ এবং অন্যান্য জলাশয়ের নিচের অংশকে বোঝায়, যা রহস্যময় এবং প্রাণবন্ত একটি জগৎ।এই পরিবেশে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ বাস করে, যার মধ্যে কিছু প্রাণী অদ্ভুত শিকার কৌশল প্রদর্শন করে। এছাড়াও, জিল্যান্ডিয়ার মতো লুকানো মহাদেশও রয়েছে, যা পানির নিচে নিমজ্জিত। বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরেও পানির অস্তিত্ব খুঁজে পেয়েছেন, যা পৃষ্ঠের চেয়ে বেশি পরিমাণে পানি ধারণ করে।পানির নিচের পৃথিবীর কিছু দিক:সামুদ্রিক জীবন: পানির নিচের পৃথিবী হাজার হাজার প্রকারের সামুদ্রিক জীব, যেমন কম্ব জেলি এবং ফ্রগফিশের আবাসস্থল। এই পরিবেশে অনেক প্রাণীর জীবনধারা, আচরণ এবং শিকার কৌশল বিস্ময়কর।বিশ্বের...