কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের বিকল্প আর কোন কিছু নেই। সে কারণে নির্বাচন হতেই হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিভিন্নভাবে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কেন করতে হবে, কিভাবে করতে হবে তার দিক নির্দেশনা দিয়েছেন। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচন গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন। লিফলেট বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডি.এইচ. বাবুলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাবেক সাবেক সাধারণ সম্পাদক এম হালিম...