পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে। গত সাত কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই কোম্পানির শেয়ার দর কারণ ছাড়াই বেড়েছে ২৯ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটির দর এতো বৃদ্ধির বিষয়টি ইতোমধ্যে সমালোচনার জন্ম দিয়েছে সিকিউরিটিজ হাউজগুলোতে। ডিএসইতে গত বৃহস্পতিবার (৯ অক্টোরব) প্রগতি ইন্স্যুরেন্সের প্রতি শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ৭৭ টাকা ৬০ পয়সা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ৫৯ টাকা ৭০ পয়সা। সাত কর্মদিবস ব্যবধানে কোম্পানির শেয়ারপ্রতি দর বেড়েছে ১৭ টাকা ৯০ পয়সা। গত বৃহস্পতিবার মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন দাঁড়ায় ৬১১ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার ৭৪ টাকা। গত ২৮ সেপ্টেম্বর বাজারে মূলধন ছিল ৪৭০ কোটি ৭২ লাখ ৯০ হাজার ৪৩৪ টাকা। এসময়ের ব্যবধানে মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন বেড়েছে ১৪১ কোটি...