বোলিংয়ে আফগান ব্যাটারদের খুব একটা সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। শুরুতেই চাপ সৃষ্টি করেছে মুস্তাফিজুর রহমান-তানজিম হাসান সাকিবরা। এতে পাওয়ার-প্লেতেই জোড়া উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। আফগান শিবিরে প্রথম আঘাতটা হানেন পেসার তানজিম সাকিব। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা রহমানুল্লাহ গুরবাজকে শুরুতেই ফিরিয়ে দেন তিনি। পঞ্চম ওভারে ফেলার আগে ১১ বলে ১১ রান করেন গুরবাজ। এ ম্যাচেও ব্যর্থ হয়েছে আফগান ব্যাটার সেদিকুল্লাহ অটল। তানভীর ইসলামের বলে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়েছেন অটল। করেছেন ১৩ বলে মোটে ৫ রান। এতে পাওয়ার-প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে আফগানিস্তান। সিরিজ বাঁচানোর ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের খরুচে দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে এ ম্যাচে বিশ্রামে দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার রিশাদ...