সুদানের আল ফাশির শহরের একটি আশ্রয়কেন্দ্রে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের ড্রোন এবং কামানের হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ও শনিবার সকালে এ হামলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। দারফুর অঞ্চলে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটির নিয়ন্ত্রণ দখলের জন্য আল-ফাশির এলাকা অবরুদ্ধ করে রেখেছে আরএসএফ। এই অবরোধের ফলে শহরে ক্ষুধা ও রোগ ছড়িয়ে পড়েছে এবং অবিরাম ড্রোন এবং কামানের হামলায় বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্র, মসজিদ, হাসপাতাল ও ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল-ফাশির প্রতিরোধ কমিটি শনিবারের শুরুতে এক বিবৃতিতে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ পড়ে আছে, আশ্রয়কেন্দ্রের ভেতরে জীবন্ত পুড়ে অন্যদের মৃত্যু হয়েছে, শিশু, মহিলা এবং বয়স্কদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আশ্রয়কেন্দ্রটি দুবার ড্রোন দিয়ে...