ফেসবুক ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে বড় পরিবর্তন আনছে মেটা। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই কনটেন্ট সুপারিশ প্রযুক্তি বা ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ নতুনভাবে আপডেট করেছে। নতুন আপডেটে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক রিলস দেখতে পাবেন। প্রযুক্তিবিশ্লেষকদের মতে, মেটা এখন স্পষ্টভাবে ভিডিওভিত্তিক কনটেন্টকে অগ্রাধিকার দিচ্ছে, ফলে ফেসবুক ধীরে ধীরে টিকটকের মতো স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মে রূপান্তরিত হচ্ছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তিনি চান ফেসবুকের সেই পুরনো দিনের অনুভূতি ফিরিয়ে আনতে, যেখানে ব্যবহারকারীদের মধ্যে সংযোগ ও যোগাযোগই মূল শক্তি ছিল। সেই লক্ষ্যেই ভিডিও কনটেন্ট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব আপডেট ফেসবুককে টিকটকসহ অন্যান্য স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করতে সাহায্য করবে। নতুন পরিবর্তনের অংশ হিসেবে একই দিনে প্রদর্শিত ভিডিওর সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা...