দিল্লি টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে ইতিহাস গড়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৫১৮ রান ৫ উইকেটে — টেস্ট ইতিহাসে কোনো ‘বাই’ বা ‘লেগ বাই’ ছাড়াই এটিই এখন সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের দখলে। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১৩ রানে ইনিংস ঘোষণা করেছিল টাইগাররা। দিল্লি টেস্টে ভারতের ইনিংসে ‘এক্সট্রা’ রান এসেছে মাত্র দুটি — দুটোই ওয়াইড। টেস্ট ইতিহাসে ৫০০ বা তার বেশি স্কোরের ইনিংসে এটি দ্বিতীয় সর্বনিম্ন অতিরিক্ত রান। ১৯৫০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ৫৪৯/৭ ইনিংসে ছিল মাত্র একটি অতিরিক্ত রান (বাই)। ভারতের এই রেকর্ড গড়া ইনিংসের কেন্দ্রে ছিলেন দুই তরুণ তারকা শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। দুজনই যেন রেকর্ড বই নতুন করে লিখছেন। ২০২৫ সালে শুভমন গিল টেস্টে করেছেন ৫টি সেঞ্চুরি—যেকোনো ক্রিকেটারের...