দেশের বাজারে স্বর্ণের দাম যেন আর থামছেই না। টানা মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় আজ শনিবার (১১ অক্টোবর) নতুন উচ্চতায় পৌঁছেছে দামি এই ধাতুর বাজার। বাজুস নির্ধারিত সর্বশেষ দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। গত ৮ অক্টোবর প্রতি ভরিতে ৬ হাজার ৯০৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজও সেই সমন্বিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। সংগঠনটির দাবি, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৯ হাজার ৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৮৮...