রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২ ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম। তিনি আসন্ন রাকসু নির্বাচনের কার্যনির্বাহী সদস্য প্রার্থী। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি।আরো পড়ুন:আন্দোলনে যাচ্ছেন না শিক্ষক-কর্মকর্তারা, রাকসু নির্বাচনে বাধা নেইসড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত আন্দোলনে যাচ্ছেন না শিক্ষক-কর্মকর্তারা, রাকসু নির্বাচনে বাধা নেই এ সময় তিনি বলেন, “আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় লিফলেট ছড়িয়ে ছিটিয়ে আছে। আগামী সোমবার (১৩ অক্টোবর) ৭২ ব্যাচের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি। এই পরিচ্ছন্নতা অভিযান শুধু যে নির্বাচন উপলক্ষে তাই নয়, এইটা একটা প্রতীকি পরিচ্ছন্নতা অভিযান।” তিনি আরো বলেন, “আমরা নির্বাচন...