এশিয়া কাপ শেষ হয়েছে দুই সপ্তাহ হয়ে গেছে। তবে এখনো টুর্নামেন্ট নিয়ে আলোচনা থামেনি। অবশ্য থামার কথাও নয়—ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতা ভারত যে এখন পর্যন্ত ট্রফিটাই হাতে পায়নি। ফাইনালে ভারতের খেলোয়াড়েরা পিসিবি ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানানোয় নাকভি আর ট্রফি দেননি। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ভারতকে ট্রফি নিতে হলে তাঁর কাছ থেকেই নিতে হবে। ব্যাপারটির এখনো কোনো সমাধান হয়নি। এরই মধ্যে ভারতের সংবাদ সংস্থা পিটিআই দিয়েছে নতুন খবর। তারা জানিয়েছে, বিসিসিআই মনে করছে আইসিসির পক্ষ থেকে পিসিবি প্রধান নাকভিকে তাঁর আচরণের জন্য সতর্ক করা হতে পারে। এমনকি নাকভি হারাতে পারেন আইসিসিতে তাঁর পরিচালক পদও। সংবাদ সংস্থাটিকে এক সূত্র বলেছে, ‘পিসিবি কিংবা নাকভির ক্ষেত্রে কী ঘটে, সেটাই এখন দেখার বিষয়। বিসিসিআইয়ের...