থার্ড পার্টি মেইনটেন্যান্স সার্ভিস প্রোভাইডার সার্ভিসিং২৪ আবারও এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য অক্টোবর জুড়ে বিনামূল্যে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট শুরু করেছে। এর লক্ষ্য হলো ব্র্যান্ড ও ব্যবসাগুলোর আইটি অবকাঠামো বিশ্লেষণ করে উপযুক্ত সমাধান পরিকল্পনা, বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি সাপোর্ট প্রদান করা। এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের সার্ভার ও নেটওয়ার্ক সিস্টেমের হার্ডওয়্যার পারফরম্যান্স, মেমোরি, ডিস্ক হেলথ, ফার্মওয়্যার আপডেট, লগ ইস্যু এবং আপ-টাইম পারফরম্যান্স পরীক্ষা করা হবে। অংশগ্রহণকারীরা বিস্তারিত হেলথ-চেক রিপোর্ট পাবেন, যা তাদের আইটি অবকাঠামোর সম্পূর্ণ চিত্র তুলে ধরবে। এছাড়া, সার্ভিসিং২৪-এর ইঞ্জিনিয়াররা সমস্যা সমাধানের জন্য কাস্টমাইজড সুপারিশ প্রদান করবেন। এই উদ্যোগ প্রসঙ্গে সার্ভিসিং২৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসির ফিরোজ বলেন, আমরা আমাদের গ্রাহকদের থেকে যে সন্তুষ্টি পেয়েছি, তা আমাদের অনুপ্রাণিত করেছে। সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক ডিভাইসগুলোর নিয়মিত অ্যাসেসমেন্ট কতটা গুরুত্বপূর্ণ, তা গ্রাহকরা আরও ভালোভাবে বুঝতে...