অপু বিশ্বাস দীর্ঘদিন ঢাকার সিনেমায় রাজত্ব করেছেন। সাথে নাম্বার ওয়ান শাকিব খান ও তাদের সন্তান জয়কে নিয়েও বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবারের জন্মদিনে অপু তার ভক্তদের নতুন সংবাদ দিলেন।আলোচিত ডিজিটাল প্লাটফরম ‘আইজ অন স্টুডিও’-তে অপু বিশ্বাস প্রথমবারের মতো পডকাস্টে নিজেই নিজের জীবনের কথা বলেছেন। বগুড়ার জীবন থেকে নায়িকা এবং শাকিব খান এবং সন্তান জয়কে নিয়ে নানা কথা বলেছেন এই পডকাস্টে।আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে আজ উন্মুক্ত হয়েছে অপু বিশ্বাসের প্রথম সলো পডকাস্ট ‘অপুর পাঁচালী’র টিজার। টিজারে অপু বলেছেন, ‘আইজ অন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে। অপুর পাঁচালী আপনাদের সাথে শেয়ার করতে।’অপুর ঘটনাবহুল জীবনের কী গল্প শেয়ার করবেন তা নিয়ে নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। আইজ অন সূত্রে জানা গেছে দ্রুত এই পডকাস্ট প্রচার শুরু হবে। আলোচিত ডিজিটাল প্লাটফরম ‘আইজ অন...