প্রথম ম্যাচে জয় পাওয়া দলটির উপরই আস্থা রেখেছে আফগানিস্তান। উইকেটে দেখে ভালো মনে হয়েছে দলটির অধিনায়ক হাশামতউল্লাহ শাহিদির। দ্বিতীয়ভাগে উইকেটে স্পিনারদের জন্য সহায়তা আশা করছেন তিনি।আফগানিস্তান একাদশ:রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বাশির আহমাদ। প্রথম ম্যাচে জয় পাওয়া দলটির উপরই আস্থা রেখেছে আফগানিস্তান। উইকেটে দেখে ভালো মনে হয়েছে দলটির অধিনায়ক হাশামতউল্লাহ শাহিদির। দ্বিতীয়ভাগে উইকেটে স্পিনারদের জন্য সহায়তা আশা করছেন তিনি। আফগানিস্তান একাদশ:রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বাশির আহমাদ। ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও...