হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের হার যেন সবকিছু ওলটপালট করে দিয়েছে। এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সামনে এখন পথটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। কাগজে-কলমে এখনো টিকে আছে আশা, তবে তাতে লাগবে নিখুঁত হিসাব আর ভুলহীন পারফরম্যান্স।বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে কোনো জয় না পাওয়ায় চাপ এখন পুরোপুরি হামজা-জামালদের কাঁধে। বাকি তিন ম্যাচেই জিততে হবে—না হলে এশিয়ান কাপের স্বপ্ন গলে যাবে হাতের মুঠো থেকে। শুধু জেতাই নয়, দলের তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকেও।বাংলাদেশের গ্রুপে হংকং, ভারত ও সিঙ্গাপুর। এই মুহূর্তে হংকং শীর্ষে, তাদের পেছনে সিঙ্গাপুর ও ভারত; তালিকার তলানিতে বাংলাদেশ। এই অবস্থায় এশিয়ান কাপে ওঠার একমাত্র সমীকরণ—বাংলাদেশকে বাকি তিন ম্যাচে টানা জয় পেতে হবে, এবং প্রতিদ্বন্দ্বীদের কয়েকটি অপ্রত্যাশিত ফলাফলের অপেক্ষায় থাকতে হবে।বিশ্লেষণে দেখা যাচ্ছে, যদি সিঙ্গাপুর বাংলাদেশের বিপক্ষে হারে এবং অন্য কোনো ম্যাচে...