ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি। এর মধ্যে যুগপৎ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চ ১৩৮ আসনে তাদের প্রার্থীর নাম দিয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ১৩৮টি আসনে মনোনয়নপ্রত্যাশীদের নাম ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। এই তালিকা বিএনপির কাছে পাঠানো হয়েছে। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের মধ্যে তালিকায় রয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২ ও শরীয়তপুর-১), শহীদুল্লাহ কায়সার (চাঁদপুর-১), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক (ঢাকা-৮), গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) তানিয়া রব (লক্ষ্মীপুর-৪), শহীদ উদ্দিন মাহমুদ স্বপন (ফেনী-৩), ভাসানী জনশক্তি পার্টির শেখ মো. রফিকুল ইসলাম বাবলু (জামালপুর-৫), রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম (কিশোরগঞ্জ-৫)। হাসনাত কাইয়ূম জানান, তারা ৩০০ আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রণয়ন করছেন। পাশাপাশি বৃহত্তর নির্বাচনি জোট গঠনের সম্ভাবনাও খতিয়ে দেখা...