গোড়ালির পুরোনো চোট নতুন করে মাথাচাড়া দেওয়ায় আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) বিষয়টি নিশ্চিত করেছে।সোমবারের এই ম্যাচে জিতলেই ফ্রান্সের ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেতে পারে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময়ই ডান গোড়ালিতে সামান্য চোট ছিল এমবাপ্পের। শুক্রবার প্যারিসে আজারবাইজানের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে সেই একই জায়গায় দুবার আঘাত পান তিনি। ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি করলেও, খেলা শেষ হওয়ার আগেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ফরাসি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমবাপ্পে সোমবার আইসল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না। ’ বিবৃতিতে আরও বলা হয়, কোচ দিদিয়ের দেশমের সঙ্গে কথা বলার পর তাকে তার ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়কে দলে...