সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের ব্যাটিং ব্যর্থতার ক্ষত এখনো টাটকা। সেই আক্ষেপ নিয়েই আজ আবার মাঠে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে শুরুটা হলো আফগানিস্তানের ইচ্ছেমতো—টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ দেখে শাহিদির যুক্তি পরিষ্কার—দিনের বেলায় ব্যাটিং তুলনামূলক সহজ, আর রাতে স্পিন ধরতে পারে উইকেটে। প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করা তাদের আত্মবিশ্বাসও এতে যোগ করেছে।অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, তারাও আসলে ব্যাট করতে চেয়েছিলেন প্রথমে।‘আমরাও ব্যাট করতে চেয়েছিলাম, উইকেটটা বেশ ভালো দেখাচ্ছে,’ টসে হেরে বলেন মিরাজ। ‘গত ম্যাচে আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি, তবে বোলাররা দুর্দান্ত ছিল। দ্বিতীয় ইনিংসে কিছুটা শিশির নামবে, যা আমাদের সুযোগ তৈরি করতে পারে। ২৪০-২৫০ রান এখানে তাড়া করা সম্ভব।’দ্বিতীয় ওয়ানডেতে যে...