রবিবার (১২ অক্টোবর) এই প্রতিযোগিতার ফাইনাল। মুখোমুখি হবে রংপুর ও খুলনা বিভাগ। এর আগে দুই দলের অধিনায়ক আকবর ও মিঠুন শনিবার ফটোসেশনে এসেছিলেন। যেখানে আচমকাই নিয়ে আসা হয় কেক। পরে দুই অধিনায়ক কেক কেটে একে অপরকে খাইয়ে দেন। আর এর মধ্যে দিয়েই ফাইনালের দামামা বাজতে শুরু করল।আরো পড়ুন:মোস্তাফিজ-রিশাদকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশজয়সওয়ালের সেঞ্চুরি, সুদর্শনের ব্যাটে প্রথম দিনেই ভারতের দাপট জয়সওয়ালের সেঞ্চুরি, সুদর্শনের ব্যাটে প্রথম দিনেই ভারতের দাপট এ নিয়ে দ্বিতীয়বারের মতো আসরটির ফাইনালে খেলবে রংপুর। গত আসরের মতো এবারও শিরোপা জিতে নিতে চান অধিনায়ক আকবর। আর রংপুরকে হারিয়ে প্রথমবারের মতো খুলনাকে শিরোপা জেতাতে চান দলটির অধিনায়ক মিঠুন। সঠিক সময়ে দলের ছন্দ পাওয়ায় খুশি আকবর, “সঠিক সময়ে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। একই চেষ্টা থাকবে যে, জাস্ট একটা নরমাল...