দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ত্রিশা কৃষ্ণান সাম্প্রতিক বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। এক চণ্ডীগড়ের ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের খবর যখন সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে, তখনই নিজেই সেই গুঞ্জনের জবাব দিয়েছেন ত্রিশা। জানিয়েছেন, এসব খবরের কোনো সত্যতা নেই। ত্রিশা তাঁর স্বভাবসুলভ রসবোধে বিষয়টি সামলেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘আমার জীবনের প্ল্যান করে দিচ্ছেন সবাই! এখন শুধু অপেক্ষা করছি, কবে আমার হানিমুনের প্ল্যানটাও করে দেন।’ তাঁর এই মন্তব্যে যেমন রসিকতার ছোঁয়া আছে, তেমনি আছে বিরক্তির ইঙ্গিতও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায়, ত্রিশা নাকি শিগগিরই চণ্ডীগড়ের এক ব্যবসায়ীকে বিয়ে করতে যাচ্ছেন। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও বিনোদনমাধ্যমে। অবশেষে ত্রিশা নিজেই সেই জল্পনা থামিয়ে দেন, স্পষ্টভাবে জানিয়ে যে এসব খবরের কোনো ভিত্তি নেই। তাঁর রসিক জবাবের মাধ্যমে...