ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করাসহ ৫টি দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের অন্য দাবিগুলো হলো— ওয়ারেন্টভুক্ত সকল সেনা অফিসারকে গ্রেপ্তার করতে হবে, পিলখানা ও গুম কমিশনের সদস্যদের নিরাপত্তা দিতে হবে, পিলখানা কমিশনের পুরো বক্তব্য জনগণের সামনে উপস্থাপন করতে হবে ও দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং যাদের সেইফ এক্সিট দেওয়া হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে হবে। এ সময় ওসমান হাদি অভিযোগ করেন, আদালতকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন এক শ্রেণির বুদ্ধিজীবী। আদালতের পদক্ষেপ কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, বরং অপরাধীদের বিরুদ্ধে। ইনকিলাব মঞ্চের...