১১ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ পিএম আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। একাদশে আনা হয়েছে দুটি পরিবর্তন। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় এসেছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। আবু ধাবির আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। টসে হারা বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন টসে জিতলে তিনিও ব্যাটিং নিতেন। আগের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন তিনি। তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে তারা হেরেছিল বিশাল ব্যবধানে। বাংলাদেশ একাদশ:তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলি, তানজিম হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম,...