পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার দুপুরে রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে এ মন্তব্য করেন তিনি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর প্রশ্নে গণভোট আয়োজনের দায়িত্ব জনগণ দলগুলোকে দেয়নি। দাবি না মানলেই আলোচনা অর্থহীন বলা হলে সেটি গণতন্ত্র নয়। একমত না হওয়া বিষয়গুলো নিয়ে সংসদেই আলোচনা হতে পারে। আমির খসরু আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে। অন্যথায় আলোচনা করেও কোনো ফল পাওয়া যাবে না। আমীর খসরু বলেন, ‘যারা বিজয়ী হবে, তাদের সরকার, তাদেরই দেশ’ এই ধরনের মানসিকতা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। দেশের রাজনৈতিক ব্যবস্থা পাল্টানো জরুরি। ভিন্নমত ও বিরোধীদের প্রতি সম্মান দেখানোর এবং দেশের সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি...