কর্মী সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার বিকেলে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে, নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, মব ভায়োলেন্স বন্ধসহ কয়েকটি দাবিতে কর্মী সমাবেশ আয়োজন করে জাতীয় পার্টি। সমাবেশ শুরুর পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এ সময় বক্তারা সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য দেন। বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে। জাতীয় পার্টির নেতা–কর্মীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে উসকানি ছাড়াই হামলা চালিয়েছে পুলিশ। এখন পর্যন্ত দলটির কার্যালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে...