প্রথম ওয়ানডেতে হারের পর আজ সিরিজ বাঁচানোর মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডে সিরিজ বাঁচানোর সঙ্গে আসন্ন ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে থাকার একটি পরীক্ষাও। এমনিতেই মেহেদী হাসান মিরাজের দল ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে আছে, বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ে অন্তত সেরা ৯–এ থাকতে হবে।আজ সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুরুতেই টস হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। ওয়ানডেতে সর্বশেষ ১১ ম্যাচে মাত্র একটিতে জয়ের মুখ দেখা বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনেছে। একাদশে জায়গা হারিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। দলে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। এদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া আফগানিস্তান অপরিবর্তীত একাদশ নিয়ে নামছে। তানজিদ হাসান, সাইফ হাসান,...