প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও ভালো নেই বাংলাদেশ। গত এক বছরে কেবল জিতেছে দুটি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেও জুটেছে হার। আজ শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা বড়। বাঁচাতে হবে সিরিজ। এমন ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, এখনও সুযোগ আছে উন্নতি করার। মিরাজ বলেন, ‘আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি আমাদের কিছু ভুল হয়েছে। আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। এই ম্যাচে অবশ্যই জয়ের জন্য খেলব।’ বাংলাদেশের জন্য ম্যাচটি আরও এক জায়গায় চ্যালেঞ্জিং। আইসিসি...