মানবাধিকার লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।আরো পড়ুন:জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে বন্ধুর ফোন চুরি করে ইয়াবা সেবনের অভিযোগজাবিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে বন্ধুর ফোন চুরি করে ইয়াবা সেবনের অভিযোগ বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পূর্ববর্তী শাসনব্যবস্থাকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে জাকসু অভিযোগ করে জানায়, বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা শেখ হাসিনার নির্দেশে এসব মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। এই অপরাধের দায় থেকে শেখ হাসিনা...