ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের আজ জন্মদিন। বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে যায় ভক্তদের উচ্ছ্বাসে। অনুরাগী ও সহশিল্পীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন অপুর টাইমলাইন। তবে জন্মদিনের সবচেয়ে মধুর মুহূর্তটি আসে মধ্যরাতে— যখন একমাত্র ছেলে আব্রাম খান জয় কেক কেটে মাকে শুভেচ্ছা জানায়। শুক্রবার (১০ অক্টোবর) রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন অপু বিশ্বাস। সেখানে দেখা যায়, বেগুনি রঙের জন্মদিনের একটি কেকের সামনে বসে আছেন মা-ছেলে। ছোট্ট জয় মিষ্টি কণ্ঠে বলে ওঠে, “মম? হ্যাপি বার্থডে!”— এরপর শুরু হয় কেক কাটার আয়োজন। ভিডিওর এক মজার মুহূর্তে দেখা যায়, জয় বারবার চেষ্টা করেও কেকের মোমবাতি ফুঁ দিয়ে নিভাতে পারছিল না। শেষে অপু নিজেই ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দেন, হেসে বলেন, “চলো এবার কেক কাটি!” মা-ছেলে একসঙ্গে কেক কেটে একে অপরকে খাইয়ে...