দীর্ঘদিনের অচলাবস্থা ও আন্দোলনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে তৈরি হওয়া শঙ্কা অবশেষে কেটেছে। শিক্ষক ও কর্মকর্তাদের আপাতত আন্দোলন থেকে বিরত থাকার সিদ্ধান্তে ১৬ অক্টোবরের নির্বাচনের পথ এখন অনেকটাই মসৃণ। সবকিছু মিলিয়ে প্রার্থী, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টরা এখন আশাবাদী— ভোট হবে উৎসবের আমেজে, আনন্দঘন পরিবেশে।নির্দিষ্ট তারিখে রাকসু ভোট অনুষ্ঠানে সব জটিলতা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারী শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় আলোচনা হচ্ছিল। বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। অবশেষে মিলেছে স্বস্তির খবর।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে যেন শিক্ষক-কর্মকর্তারা নতুন করে কোনো কর্মসূচি না দেন, তা নিয়ে তৎপর ছিল প্রশাসন। বিশ্ববিদ্যালয় খোলার পর ৫ অক্টোবর প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসা হয়। সেখানে উপাচার্য নির্বাচনের আগে কর্মসূচি না দিতে অনুরোধ করেন।বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল...