জীবনের নতুন অধ্যায়ে পা দিচ্ছেন কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার। শনিবার (১১ অক্টোবর) বাগদান সম্পন্ন করলেন তিনি। কনের নাম সাবা সানজিদা রহমান। তিনি ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। তিনি প্রকৌশল কোরের লেফটেন্যান্ট। বাগদানের খবরটি নিজেই নিশ্চিত করে তানজিব সারোয়ার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করলাম।’ ফেসবুকে খবরটি জানানোর পর থেকেই অভিনন্দনে ভাসছেন ‘মেঘও মিলনে’ খ্যাত এই গায়ক। ২০১১ সালে...