আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচটি হেরে গেরেই আফগানিস্তানের বিপক্ষে পর পর দুই সিরিজ হারতে হবে বাংলাদেশ। সেই সঙ্গে রয়েছে র্যাংকিং এর বিস্তর সমীকরণ। এমন ম্যাচে টস ভাগ্য পাশে পাননি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাই আফগানদের সিদ্ধান্ত অনুযায়ী আগে বোলিং করবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে দুটি। দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় একাদশে এসেছেন স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। জয়ী একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান। তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফ হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল...