আফগানিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। এদিন অবশ্য টস ভাগ্য সহায় হয়নি। আবু ধাবিতে শুরুতে টস জিতে আফগানিস্তান ব্যাটিং নিয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। ব্যাটিং ব্যর্থতায় ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২২২ রানের লক্ষ্য ৫ উইকেট হারিয়ে তাড়া করে আফগান দল। আজকের একাদশে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাদের জায়গায় এসেছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। আফগানিস্তান অবশ্য একই দল নিয়ে খেলেছে। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান...