যুদ্ধবিরতির পর গাজায় আকাশ দিয়ে আর আতঙ্ক ছড়িয়ে তুলছে না কোনো ইসরাইলি যুদ্ধবিমান। কামানের গর্জনও আর ভীতি ছড়াচ্ছে না। ধ্বংসস্তূপের ভেতর থেকে আসার ক্ষীণ আলো জেগে উঠতে শুরু করেছে এখন। দখলদার ইসরাইলের কারাগারে থাকা যুদ্ধবন্দীদের মুক্তির প্রতীক্ষায় চোখ মেলে বসে আছে শত শত ফিলিস্তিনি পরিবার। কিন্তু এসব যুদ্ধবন্দীদের নিয়ে নতুন নাটক শুরু করেছে ইসরাইল। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠ হিসেবে পরিচিত মারওয়ান বারঘুতি সহ জনপ্রিয় ছয় নেতার মুক্তি নিয়ে টালবাহানা করছে নেতানিয়াহু সরকার। যুদ্ধবিরতি কার্যকর ও মুক্তির প্রক্রিয়ামিডিল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টায় ইসরাইল ও স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। এর পরপরই ইসরাইলি ট্যাংকগুলো গাজার আল-রশিদ সড়ক থেকে পিছু হটে বলে জানা যায়। যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পর্যায়ে, আগামী সোমবার দুপুর থেকে গাজায় আটক থাকা আনুমানিক...