মাজহারুল ইসলাম, গাজীপুর আওয়ামী লীগকে দেশে ও বিদেশে পুনর্বাসন করতে একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার (১১ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, বড় বড় সমাবেশ করে কিংবা সভা-সমিতি দিয়েও আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। তাই তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। অথচ এখন তাদের পুনর্বাসনের জন্য দেশ ও বিদেশে একটি গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি জনগণের দল জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।তিনি আরও বলেন, জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষা পূরণে বিএনপি দীর্ঘ ১৬ বছর নির্যাতন ও জুলুম সহ্য করেছে। তবুও আমরা ভেঙে পড়িনি। আজ বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, জনগণের...