দীর্ঘদিনের অচলাবস্থা ও লাগাতার কর্মসূচির অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনী প্রচার আবার শুরু হয়েছে। শিক্ষক ও কর্মকর্তারা আপাতত কোনো নতুন আন্দোলনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে। অবশেষে আগামী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, শঙ্কা কেটে যাওয়ায় নির্বাচন কমিশন, প্রার্থী ও সংশ্লিষ্টরা স্বস্তিবোধ করছেন। তাদের ধারণা, একটি উৎসবমুখর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।আরো পড়ুন:জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে বন্ধুর ফোন চুরি করে ইয়াবা সেবনের অভিযোগজাবিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে বন্ধুর ফোন চুরি করে ইয়াবা সেবনের অভিযোগ জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারী শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় আলোচনার পরই এই স্বস্তির খবর এসেছে। বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন, “প্রশাসন রাকসুর আগে কোনো...