১১ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম আগের দিনের সেঞ্চুরি ইনিংসটাকে এদিন দ্বিশতকে রূপ দিতে পারলেন না ইয়াশাসভি জয়সওয়াল। রান আউটে কাটা পড়েন এই ওপেনার। তার দেখানো পথে তিন অঙ্কের ছোঁয়া পান শুবমান গিলও। আর তাতেই ভারতীয় অধিনায়ক হিসেবে গড়েন দারুণ এক কীর্তি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও একটি দাপুটে দিন পার করে ভারত। দিল্লি টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৩ ওভারে ৪ উইকেটে ১৪০ রান। প্রথম ইনিংসে হাতে ৬ উইকেট নিয়ে এখনও তারা ৩৭৮ রানে পিছিয়ে। ২ উইকেটে ৩১৮ রান নিয়ে দিন শুরু করা ভারত চা বিরতির পৌনে এক ঘণ্টা মতো আগে ৫ উইকেটে ৫১৮ রান করে ইনিংস ঘোষণা করে দেয়। ১২৯ রানে অপরাজিত থাকেন গিল। তার ১৯৬ বলের ইনিংসটি গড়া ২ ছক্কা...