আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় ঘাঁটতে ঘাঁটতে এমন কিছু ছবি বা ধাঁধার মুখোমুখি হই, যেগুলো চোখে ধাঁধা লাগিয়ে দেয়। এই ধরনের ছবিকে বলে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। এ ধরনের ছবি শুধু মজারই নয়, অনেক সময় মানুষের চিন্তাভাবনা, মনস্তত্ত্ব এবং ব্যক্তিত্ব সম্পর্কেও ইঙ্গিত দেয়।সম্প্রতি এমনই একটি দৃষ্টিভ্রম ছবির ব্যাখ্যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে বোঝা যেতে পারে— মানুষ প্রথম দেখায় আপনাকে কেমন মনে করে।ছবিটি দেখুন, প্রথমে কী চোখে পড়েছে— গাছ না সিংহ?এই ধরনের ছবিতে যা প্রথমে চোখে পড়ে, তা-ই বলে দেয় আপনার মন-মানসিকতা এবং অন্যেরা আপনাকে কেমনভাবে দেখে।শিশুর উচ্চতা বাড়াতে প্রতিদিনের খাবারে রাখুন এই ৪ জিনিসআপনি যদি প্রথমে গাছ দেখেনগাছের ডালপালা, পাতা— সব কিছু যদি আপনার নজরে আগে আসে, তাহলে আপনি সম্ভবত একটু একাকিত্ব পছন্দ করেন। বেশি মানুষের ভিড় থেকে নিজেকে...