ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্পেনের বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুবের সঙ্গে সাক্ষাতে ট্রাম্প সরাসরি বলেন, স্পেনকে “ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত।” বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠক মূলত যুক্তরাষ্ট্র থেকে ফিনল্যান্ডের বরফভেদী জাহাজ কেনার চুক্তিকে কেন্দ্র করে আয়োজিত হয়েছিল। কিন্তু আলোচনার মাঝেই ট্রাম্প প্রসঙ্গ ঘুরিয়ে নিয়ে যান ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে, যেখানে তিনি আবারও স্পেনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। গত জুনে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের আগে থেকেই ট্রাম্প ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই সময় ট্রাম্প জোটের সদস্য দেশগুলোকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৫ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করার আহ্বান জানান। কিন্তু সানচেজ স্পষ্টভাবে জানিয়ে দেন, স্পেন ২ শতাংশের বেশি ব্যয় করবে না। ট্রাম্প...